Motalebকলেজটি সাতক্ষীরা শহরের প্রান কেন্দ্রে 1992 সালের 29 আগষ্ট সাতক্ষীরার প্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একাধিকবারের ম্যানেজিং বোড© মেম্বর এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মোতালেব এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন এ এস এম রেজাউল করিম।কলেজটিতে একই সংঙ্গে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান কার্যক্রম চালু হয়।বত©মানে অত্র কলেজে 06 টি বিষয়ে অনাস© কোর্স চালু আছে। এবছর আরও 04 টি বিষয়ে অনাস© কোর্স চালু হবে।সহ শিক্ষা কার্যক্রম হিসাবে কলেজে রোভার ও রেডক্রিসেন্ট কায©ক্রম চালু আছে।

কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে। ডিগ্রী (পাস) কোসে© বি এ, বিবি এস ও বি এস এস কোস© চালু আছে। অনাস© কোসে© সমাজবিজ্ঞান, সমাজকম©, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মাকে©টিং ও ব্যবস্থাপনা বিষয় স্বীকৃতি প্রাপ্ত। চলতি শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান, ইসলামের ইতহাস ও সংস্কৃতি, বাংলা ও দশ©ন বিষয়গুলি চালু হবে।

কলেজের নিজস্ব ওয়েব সাইট আছে। যার নম্বর www.sdncollege.org

Email No: admin@sdncollege.org

4) প্রতিষ্ঠাকাল: 29/08/1992 ইং।

 

5) ইতিহাস: অত্র কলেজটি শুরুতেই সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে স্বল্প পরিসরে শুরু হয়। পরবতী©তে বৃহৎ পরিসরে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এরপর সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে বড়বাজার সড়ক সুলতানপুর সাতক্ষীরাতে নিজস্ব জমিতে স্থানান্তরিত হয়। বত©মানে সেখানেই 5ম তলা বিশিষ্ট 2টি সুপরিসর ভবণে কলেজের সকল কার্যক্রম চলছে।

কলেজটির উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি:01/07/1994 ইং এবং স্বীকৃতির মেয়াদ 30/06/2019 ইং।

স্নাতক (পাস) কোর্সের স্বীকৃতি:01/07/1995 ইং এবং স্বীকৃতির মেয়াদ 30/06/2017 ইং।

স্নাতক(সম্মান) কোসে©র স্বীকৃতির মেয়াদ 2014-15 শিক্ষা বষ© থেকে 2018-19 পয©ন্ত।